ভালোবাসার সংজ্ঞা
আসাদুল হক খোকন
ভালোবাসার সংজ্ঞা এখন
মঙ্গা প্রবণ
সেই রংপুর,
প্রাণের টানে
সংগোপনে
কী আর কাঁদে
চৈত্র-দুপুর!
কেউ ফেরেনি
যারাই গেছে
দূর সুদূরের
ভালোর দেশে,
যাবার সময়
নিয়ে গেছে
ছিড়ে গেছে
শেকড়শুদ্ধ
মাঠটি চষে।
দেবার-নেবার
যা-ই ছিলো
ঝগড়া-বিবাদ
এবং মিলও,
বিন্দু বিন্দু
ঘামের চেয়ে
খুব ছোটদের
নামের চেয়ে
লবণ,মরিচ
এবং তিলও!!
দামী কিংবা
তুচ্ছ অতি
যেথায় যেমন
অবশিষ্ট......
দুই আঙুলের
ডগায় চেপে
হীরের মূল্যে
তুল্য মেপে
নিয়ে গেছে....
তবুও আমি
মোহাবিষ্ট!
আমিই কেবল
সকাল সন্ধ্যা
কাকবন্ধা
নারীর মতো..
অবিরত
নেড়ে দেখি
ভষ্মীভূত
অর্ধমৃত
সম্পর্কের
নটে গাছটি...
মুড়িয়ে ফেলার
লোক অভাবে
নিজ স্বাভাবে
রত্ন ভেবে
অবলীলায় যত্ন করি.........
আমিই কেবল
এমন বোকা
সম্পর্কের
গোবরে পোকা,
দু’চোখ মেলেও
অন্ধকারে
ডুবসাঁতারে
খুঁজে মাছটি..
অবশেষে
তলদেশে
ইলিশ ভেবে
দুষ্ট হাঙর জড়িয়ে ধরি!!

নিজের মনে
গহীন এবং গোপন কোণে
যা রেখেছি
দায় ঠেকেছি
কেউ দেখেনি...
এমন যুগেও
কেউ জানে না
‘নেটের’ জালে
কেউ ধরে না,
এমনই এক
মৎসসোনা....
একলা আমিই
ধরে রেখেছি...
করে রেখেছি
এমন আপন
তবুও কোন
মাস-মিডিয়ার
রঙ মাখেনি,
রাস্ট্র খাতায়
নাম লেখেনি......!!
নাম জানে না
দাম জানে না
সরকারী সব
আমলা এবং
গোয়েন্দারা,
পায়নি সুযোগ
করতে তারা
‘খতিয়ে’ দেখার
পায়তারা,
এমনই এক
‘চীজ’ পেয়েছি......
আঙুল দিয়ে
আঙুল ছুঁয়ে
নিত্য তারে
অবসরে
তন্ত্রে-মন্ত্রে
বেঁধে রেখেছি!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন