|
08 Feb 2012 07:55:55 PM Wednesday BdST |
|
|
|
আন্তর্জাতিক গোঁফ ফিল্ম ফেস্টিভাল!
আসাদুল হক খোকন, নিউজরুম এডিটর বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিশ্বে চলচ্চিত্র প্রদর্শন নিয়ে
উৎসব আয়োজন নতুন কোনও ঘটনা নয়। কিন্তু শুধুমাত্র মোচ বা গোঁফকে বিষয়বস্তু
করে চলচ্চিত্র উৎসব আয়োজনের খবর বিশ্বে এবারই প্রথম!
আগামী ৩০ মার্চ পোর্টল্যান্ডে এই উৎসব অনুষ্ঠিত হবে। ‘নো আম্ব্রেলা
মিডিয়া’ নামের একটি ভিডিও প্রোডাকশন কোম্পানি এই ব্যতিক্রমধর্মী ফিল্ম
ফেস্টিভালের আয়োজক।
ফেস্টিভাল সম্পর্কে প্রতিষ্ঠানটির প্রধান নিক কল্লানান জানান- ‘এতে
অংশগ্রহণকারী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর মূল কাহিনী হতে হবে গোঁফ বিষয়ক।
তবে পুরো ছবিতে গোঁফ লাগিয়ে অভিনয় করেছেন প্রধান চরিত্রটি অন্তত এমন হলেও
চলবে।
তিনি আরো জানান- গোঁফ নিয়ে আর্ন্তজাতিক ফিল্ম ফেস্টিভালের এই আডিয়াটি
সত্যি অভিনব এবং সারা দুনিয়ায় নিঃসন্দেহে এটিই প্রথম। তবে এই আইডিয়াটি
আমাদের কাছে একদমই নতুন নয়।
কারণ; পোর্টল্যাণ্ডে স্থানীয়ভাবে আর্টস অ্যান্ড ক্যানসার রিসার্চ এর
ফান্ড কালেকশন করার উদ্যেশ্যে প্রতি বছর এ ধরনের একটি অনুষ্ঠানের রেওয়াজ
রয়েছে। গোঁফ নিয়ে আর্ন্তজাতিক ফিল্ম ফেস্টিভালের আডিয়াটি মূলতঃ সেখান থেকেই
এসেছে।
এ বছর (২০১২) এ উৎসবে সূঁচালো, ঘোড়ার কেশরের মতো, সিল মাছের গোঁফফের মতো
এবং বিখ্যাত চাইনিজ স্টাইল ফুঁ-মানচু-এর মত নানা স্টাইলে তাদের গোঁফকে
উপস্থাপন করা যাবে।
প্রদশর্নীতে অংশগ্রহণের জন্য স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রের দৈর্ঘ ৮ মিনিট বা তার কম হতে হবে। আর চলচ্চিত্রের বিষয় অবশ্যই হবে ‘গোঁফ’। ‘ইট জাস্ট এবাউট মেন এক্সপ্রেসিং দেমসেল্ভস’- বলেন নিক কল্লানান।
তিনি বলেন- ‘একটা সময় এমন মজার ছবিগুলো বন্ধুদের আড্ডায় দেখা শুরু হলেও
এটি পরবর্তি সময়ে একটি ইভেন্টে পরিণত হয়। গত বছর এই ইভেন্টে যোগ দিয়েছিলন
৪৫০ জন।
এখন, আন্তর্জাতিক গোঁফ ফিল্ম ফেস্টিভালে অংশ নেওয়ার জন্য বিভিন্ন দেশের
স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রকাররা আয়োজকদের সঙ্গে যোগাযোগ করছেন। সুদূর নরওয়ে
থেকে ইতিমধ্যে এসে পড়েছে গোঁফ নিয়ে নির্মিত একটি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র!
উৎসবের প্রধান আয়োজক নিক জানান- অংশ নেওয়া ফিল্মগুলো থেকে গোঁফের
ক্যাটাগরি ভাগ করা হবে। এ বিষয়ে তিনি অস্ট্রেলিয়ান অভিনেতা টম সেলেক অভিনীত
জনপ্রিয় টেলি সিরিয়াল ‘ম্যাগনাম পিআই’, বিখ্যাত হলিউড চলচ্চিত্র ‘স্মোকি
অ্যান্ড দ্য ব্যান্ডিট’ ছবিতে বার্ট রেনল্ড এবং ‘টমসস্টোন’ ছবিতে ভাল
কিলমার এর পুরো গোঁফ নিয়ে অভিনয় করার কথা মনে করিয়ে দেন।
উল্লেখ্য,
ব্যতিক্রমী এই ফেস্টিভাল থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই দিয়ে দেয়া হবে ‘ফিল্ম
প্রিজার্ভেশন অর্গানাইজেশন’ নামের একটি প্রতিষ্ঠানের উন্নয়নে।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি, ২০১২ |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন